মন্তব্য
সমুদ্রের গভীরে সাত দশমিক সাত ম্যাগনিচিউডের ভূমিকম্পের ঘটনা ঘটেছে। তার জেরে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ফিজিসহ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একাধিক অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের এনডাব্লিউএস প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।
এর আগে বুধবার মধ্যরাতে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাত দশমিক সাত ম্যাগনিচিউডের ভূমিকম্প হয়। বিজ্ঞানীরা জানিয়েছেন, ভূমিকম্পটি হয়েছে সমুদ্রপৃষ্ঠে। নিউ ক্যালেডোনিয়া দ্বীপ থেকে ৪৫০ কিলোমিটার দূরে, সমুদ্রের নীচে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি হয়। সঙ্গে সঙ্গে সুনামি সতর্কতা জারি করে আবহাওয়া অফিস।
আল-জাজিরা ও ডয়চে ভেলে