কোভিশিল্ড দিয়ে নেপালে দ্বিতীয় ধাপের টিকাদান

১২ ফেব্রুয়ারী ২০২১

ভারতের সেরাম ইন্সটিটিউটে (এসআইআই) তৈরি করোনাভাইরাসের টিকা চলতি বছরের ১৫ জানুয়ারি জরুরি ব্যবহারের অনুমোদন দেয় নেপাল সরকার। এরপর গত মঙ্গলবার সেরাম ইন্সটিটিউটের তৈরি টিকা নিয়ে দ্বিতীয় ধাপের টিকাদান কর্মসূচি শুরু করেছে দেশটি।

দ্বিতীয় ধাপে এসে সেরাম ইন্সটিটিউটের তৈরি টিকা সাংবাদিক থেকে শুরু করে কূটনীতিবিদ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যারা সামনের সারিতে থেকে কাজ করছেন, তাদের দেওয়া হচ্ছে।

প্রথম ধাপে টিকা দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে- সম্মুখসারির চিকিৎসাকর্মী, বর্জ্য ব্যবস্থাপনা কর্মী, অ্যাম্বুলেন্স চালক, লাশবাহী গাড়ির চালক এবং নিরাপত্তাকর্মীদের।

লাইভ মিন্ট


মন্তব্য
জেলার খবর