ব্রিজের নিচে সৃজিত-মিথিলার প্রেম

১২ ফেব্রুয়ারী ২০২১

একপাশে সুবিশাল হাওড়া স্টেশন আর আরেক দিকে কলকাতা শহর। মাঝখান দিয়ে যে নদী বয়ে গেছে, তার নাম হুগলী। গঙ্গার ক্ষীণধারা এসে মিশেছে বলেও এটাকে কলকাতাবাসী গঙ্গাই বলে।

সেই গঙ্গা বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির কিছু প্রেমময় মুহূর্তকে অবলোকন করল।

ছবিতে তাদের নানাভাবে রোমান্স করতে দেখা গেছে। কখনো মাঝনদীতে, কখনো গঙ্গার ধারে আবার কখনো চলে গেছেন ৭৬ বছরের পুরনো ও ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজের নিচে।


মন্তব্য
জেলার খবর