নিত্যপণ্যের দাম বৃদ্ধির পেছনে আ.লীগ নেতারা জড়িত: ফখরুল

০৬ মার্চ ২০২২

দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির পেছনে আওয়ামী লীগ নেতারা জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  তার আরও মনে হয়,  এ মূল্যবৃদ্ধির পেছনের কারণ একটাই- আওয়ামী লীগের মন্ত্রী এবং নেতাদের দুর্নীতি। এ দুর্নীতি থেকে তারা ফুলে-ফেঁপে বড় হচ্ছে।  সয়াবিন তেলের ব্যবসায়ীদের পেছনে আওয়ামী লীগ থাকায় সয়াবিন তেলের দাম বাড়ছে। রোববার (৬ মার্চ) রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এমন মন্তব্য করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল এ সমাবেশের আয়োজন করে।

মির্জা ফখরুল আরও বলেন, দেশে গণতান্ত্রিক সরকার আসলে এ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ সম্ভব। তাছাড়া সম্ভব হবে মানুষের নিরাপত্তা দেওয়া, নিশ্চিত হবে স্বাস্থ্য ও শিক্ষা। আর এ সরকারটি আসতে হবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে বলেও মনে করেন তিনি। বলেন, প্রয়োজন হলে আরও একটা  মুক্তিযুদ্ধে নেমে এ দেশকে মুক্ত করতে হবে, দেশের জনগণকে মুক্ত করতে হবে।

বর্তমান সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। সেই সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় জনগণের ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আর এইটাই হবে বাংলাদেশের জন্য ১৯৭১ এর চেতনার বাস্তবায়ন।

সমাবেশে ঢাকা উত্তরের আহবায়ক আমানউল্লাহ আমান, ছাত্রদলের সভাপতি ফজরুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর