মন্তব্য
দুর্দান্ত অভিনয়শিল্পী, দক্ষ নির্মাতা ও সংগঠক আফসানা মিমি নতুন একটি ধারাবাহিক দিয়ে আবার পরিচালনায় ফিরেছেন।
কথাশিল্পী শওকত আলীর ত্রয়ী উপন্যাস ‘দক্ষিণায়নের দিন’ অবলম্বনে এই নাটকের নাম ‘সায়ংকাল’। ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল ও আফসানা মিমি।
পাশাপাশি এখানে অভিনয়ও করেছেন আফসানা মিমি।