সম্প্রতি নিজের আত্মজীবনী ‘আনফিনিসড’র প্রচারে ‘দ্য মর্নিং শো’তে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে তিনি জানান, বিয়ের আগে যেই মুহূর্তে তিনি জানতে পারেন নিক জোনাস তার মাকে নিয়ে লাঞ্চ ডেটে যাচ্ছেন, অতিরিক্তি সাবধানী হয়ে পড়েন প্রিয়াঙ্কা। বিষয়টা নিয়ে তার সন্দেহ হয়েছিল। অথচ পূর্ব নির্ধারিত মিটিংয়ে ব্যস্ত প্রিয়াঙ্কার হাতে অন্য কোনো উপায়ও ছিল না, তাই মা আর হবু বরের ওপর নজরদারি করতে নিজের সিকিউরিটিকে নিয়োগ করেছিলেন তিনি।
প্রিয়াঙ্কা বলেন, যারা আমাকে চেনেন তারা জানেন আমি একটু কন্ট্রোল করতে ভালোবাসি। আমার চারপাশের পরিস্থিতি যেন আমার হাতের বাইরে না যায়। আমি আসলে খুব উত্সুক ছিলাম, আমার মিটিং ছিল। একপর্যায়ে নিক বলে, হ্যাঁ, তুমি যাও আমি তোমার মাকে নিয়ে লাঞ্চ ডেটে যাব। এটা খুব অদ্ভূত লেগেছিল, কারণ তখন সবে মাত্র কয়েক সপ্তাহ হলো আমরা ডেট করছি, আর নিক মুম্বাইয়ে এসে একা আমার মায়ের সঙ্গে লাঞ্চে যাবে! তাই আমি আমার সিকিউরিটিকে পাঠিয়েছিলাম লুকিয়ে তাদের লাঞ্চ খাওয়ার ছবি তুলতে। যাতে আমি তাদের বডি ল্যাঙ্গুয়েজটা স্টাডি করতে পারি’।
হিন্দুস্তান টাইমস বাংলা