উচ্ছ্বসিত কঙ্গনা রানাউত

১২ ফেব্রুয়ারী ২০২১

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের দুটি টুইট সরিয়ে ফেলে টুইটার কর্তৃপক্ষ। কারণ হিসেবে টুইটার জানিয়েছিল, কঙ্গনা তার টুইটে ওই সংস্থার বিধিভঙ্গ করেছেন। তাকে বুধবার ফের একটি নোটিশ দেয় টুইটার। সেটি শেয়ার করে কঙ্গনা দুটি পোস্ট করেছেন।

তার বক্তব্য, ‘কে তোমাদের দেশের বিচারপতি বানিয়েছে? তোমরা ঠিক এক জোট হয়ে মানুষকে অপমান করবে। যেন সংসদের অনির্বাচিত সদস্য। তোমরা এমনকি দেশের প্রধানমন্ত্রীর সাজারও চেষ্টা করো। কে তোমরা শুনি? একদল নেশাখোর তোমরা! আমাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা কর?’

আবারও একটি টুইট করে হুমকি দেন কঙ্গনা। তিনি বলেন, ‘তোমাদের দিন শেষ টুইটার। এখন থেকে কুঅ্যাপ ব্যবহার করবে সবাই। সেখানে আমার অ্যাকাউন্টের সমস্ত তথ্য সকলকে শিগগিরই জানাব। দেশে প্রস্তুত কুঅ্যাপ ব্যবহার করতে সত্যিই খুব উচ্ছ্বসিত। ’


মন্তব্য
জেলার খবর