অন্তর্বাস দেখাতে বাধ্য করেছিলেন প্রিয়াঙ্কাকে!

১২ ফেব্রুয়ারী ২০২১

মঙ্গলবার প্রকাশ পেল প্রিয়াঙ্কা চোপড়ার আত্মজীবনী নিয়ে লেখা বই ‘আনফিনিশড’। ক্যারিয়ারের শুরুতে বলিউড তাঁর থেকে কী কী চেয়েছিল সেই তিক্ত অভিজ্ঞতার কথা নিজের বইয়ে লেখেন। আবেদনময়ী একটি গান শুটের সময় অভিনেত্রীকে এক এক করে তাঁর পোশাক খুলতে হতো। যেহেতু গানটা বড় ছিল, তাই প্রিয়াঙ্কা পরিচালককে জিজ্ঞেস করেছিলেন যে বেশি পোশাক পরবেন কি না, যাতে সহজেই তাঁর শরীর প্রদর্শিত না হয়। 

প্রিয়াঙ্কার বইয়ে লেখা, 'পরিচালক জানান, তিনি স্টাইলিস্টের সঙ্গে আগেই কথা বলে রেখেছেন এবং দৃশ্যের ব্যাপারে বুঝিয়ে দিয়েছেন। প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়ে পরিচালক বলেন, যা-ই হয়ে যাক, অন্তর্বাস দেখানোটা প্রয়োজন। নয়তো দর্শকরা ছবি কেন দেখতে আসবেন?

প্রিয়াঙ্কা লিখেছেন, তিনি সাহসী দৃশ্যটি করার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু পরিচালকের বলার ধরনে তাঁর মনে হয়েছিল, পরিচালক তাঁকে অগ্রহণযোগ্য বলে মনে করছেন। তাই পরের দিনই তিনি ছবিটা থেকে বেরিয়ে আসেন। এমনকি ছবিটা হাতছাড়া করার পর প্রিয়াঙ্কা অন্য একটি সেটে সেই পরিচালকের সঙ্গে দেখা করেন। পরিস্থিতি এতটাই উত্তেজনামূলক হয়ে উঠেছিল, তাঁর সহ-অভিনেতা সলমনকে সেই সময় সামাল দেওয়ার জন্য হস্তক্ষেপ করতে হয়েছিল।


মন্তব্য
জেলার খবর