চিনির শুল্ক কমিয়েছে এনবিআর

০৬ মার্চ ২০২২

আগামী ১৫ মে পর্যন্ত চিনি আমদানির ক্ষেত্রে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের বাজারে চিনির দাম নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। রোববার (৬ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এ সময়ের মধ্যে টনপ্রতি হ্রাসকৃত শুল্ক-কর দিয়ে অপরিশোধিত চিনি খালাস করতে পারবেন আমদানিকারকরা। জানা গেছে, অপরিশোধিত চিনি আমদানিতে ৩০ শতাংশ সংরক্ষণমূলক শুল্ক আরোপিত আছে। কিন্তু দাম বৃদ্ধির কারণে গত অক্টোবরে শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়, এর মেয়াদ ছিল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তার আগেই গত জানুয়ারিতে শুল্ক ২০ শতাংশ বহাল রাখতে একাধিকবার এনবিআরে চিঠি দেয় সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। চিঠিতে জানানো হয় শুল্ক ২০ শতাংশ বহাল না রাখলে অপরিশোধিত চিনি আমদানির প্রক্রিয়া ব্যয়বহুল হবে। এতে দেশের বাজারে চিনির দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে।  বর্তমানে টনপ্রতি অপরিশোধিত চিনি আমদানি করতে সব মিলে ২২ হাজার ১৩৭ টাকা শুল্ক-কর দিতে হয়।

এমকে


মন্তব্য
জেলার খবর