দ্বিতীয় ধাপে ভূমি-ঘর পাচ্ছেন ৫০ হাজার গৃহহীন

১২ ফেব্রুয়ারী ২০২১

দ্বিতীয় ধাপে এপ্রিল মাসে পাকা ঘরসহ জমি বন্দোবস্ত পাচ্ছেন দেশের  ৫০ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবার। মুজিববর্ষ উপলক্ষে এই ঘর উপহার  দিচ্ছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসব ঘরের নির্মাণ কাজ ৭ এপ্রিলের মধ্যে শেষ করতে বিভাগীয় কমিশনারসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সমন্বয় সভায় এই নির্দেশনা দেওয়া হয়। এর আগে প্রথম ধাপে প্রায় ৭০ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর উপহার দেন প্রধানমন্ত্রী।

 

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।সভায় ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক মো. মাহবুব হোসেনসহ প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যেক বিভাগের কমিশনার, জেলা প্রশাসক ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয় সভা থেকে।

 

প্রসঙ্গত, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন- দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। তার ঘোষণার আলোকেই ভূমিহীন ও গৃহহীনদের ঘর করে দেওয়া হচ্ছে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর