আগামী ৭ এপ্রিল কিছু ইউনিয়ন দিয়ে শুরু হবে ইউনিয়ন পরিষদের ভোট। বাকি ইউনিয়ন পরিষদের ভোট হবে রোজার ঈদের পর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে সময় সংক্রান্ত জটিলতায় মার্চ মাসে নির্বাচন হবে না। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সাংবাদিকদের এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলেন তিনি।
সিইসি বলেন, বাদ পড়া পৌরসভায় ভোটও হবে ৭ এপ্রিল। ইউনিয়ন পরিষদ আইন সংশোধনের সময় ও সুযোগ নেই। যেসব আইন-বিধি আছে তা যথেষ্ট। তিনি জানান, মে মাসে বর্ষা থাকলেও, কষ্ট হলেও ভোট করতে হবে। আগামী ১৭ ফেব্রুয়ারি কমিশন সভার পর পুরো বিষয়টি জানাতে পারবো।
নির্বাচন কমিশনের সংবাদ সংগ্রহে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি-আরএফইডি এর নতুন কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা উপলক্ষে এ অনুষ্ঠান হয়। এসময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমকে