এখন থেকে অনলাইনে যারা নিবন্ধন করে আসবেন, শুধু তাদেরই টিকা দেওয়া হবে। কেন্দ্রে আর নিবন্ধন হবে না। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) এই কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।রাজধানীর একটি হোটেলে পরিবার পরিকল্পনা অধিদফতরের এক অনুষ্ঠানে এই কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিবন্ধন না করে অনেকে টিকা নিতে আসছেন। এতে বিভিন্ন কেন্দ্রে অতিরিক্ত ভিড় তৈরি হচ্ছে। টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি টিকাদান কেন্দ্রে নিবন্ধনের প্রয়োজন পড়ে, তখন আবারও জানানো হবে।
মন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা চাই সুষ্ঠুভাবে ভ্যাকসিন নেওয়া হোক। আমরা বিভিন্ন রকমের জায়গা তৈরি করে দিয়েছি। সুন্দর পরিবেশ তৈরি করেছি। কিন্তু দেখা যাচ্ছে, যারা অস্পষ্ট রেজিস্ট্রেশন করেছেন, তাদের সংখ্যাই বেশি। আর যারা রেজিস্ট্রেশন করেছেন, তারাই ঢুকতে পারছেন না। বয়স্ক লোকেরা কেন্দ্রে যাচ্ছেন, তাদের কষ্ট হচ্ছে। যারা ভ্যাকসিন দিচ্ছেন—ডাক্তার ও নার্স তাদেরও কষ্ট হচ্ছে। আমরা এই পরিস্থিতি চলতে দিতে চাই না।
অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক সাহান আরা বানু প্রমুখ উপস্থিত ছিলেন।
এমকে