গ্যাসের অবৈধ সংযোগ দিন দিন বেড়ে যাচ্ছে।এর পেছনে তিতাসসহ সরকারের গ্যাস কোম্পানির একশ্রেণির কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। আর গ্যাসের প্রি-পেইড মিটার স্থাপন কাজে ধীরগতির পেছনেও একশ্রেণির কর্মকর্তা-কর্মচারী জড়িত। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সংসদ ভবনে এই বৈঠক হয়।
বৈঠকে প্রি-পেইড মিটার স্থাপনের কাজ দ্রুততার সঙ্গে শেষ করার পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয় সংশ্লিষ্টদের। এক্ষেত্রে কোনও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতা থাকলেও ছাড় না দিতে পরামর্শ দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. আবু জাহির, মো. নূরুল ইসলাম তালুকদার, আছলাম হোসেন সওদাগর, খালেদা খানম, বেগম নার্গিস রহমান এবং নুরুজ্জামান বিশ্বাস অংশগ্রহণ করেন।
এমকে