দর কমেছে ২৩৪ প্রতিষ্ঠানের

১২ ফেব্রুয়ারী ২০২১

ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে (১১ ফেব্রুয়ারি) লেনদেন শেষে দর কমেছে ২৩৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। দিনশেষে ২৪ পয়েন্ট কমে সূচকের অবস্থান হয়েছে পাঁচ হাজার ৪৮৫ পয়েন্ট। আগের দু’দিনের মতো শুরুটা ঊর্ধ্বমুখী হলেও ১৫ মিনিটের মধ্যেই অধিকাংশ কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটের লেনদেনে দরপতন শুরু হয়। মাঝে দু’বার সূচক ঊর্ধ্বমুখী হলেও স্থায়ী হয়নি, ফলে দরপতনের মধ্য দিয়েই শেষ হয় সপ্তাহ।

 

শেষ কার্যদিবসে ৩৪ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধির পাশাপাশি অপরিবর্তিত ছিল ৮৩ প্রতিষ্ঠানের শেয়ারদর। লেনদেন হয় এক হাজার ৫৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। দরবৃদ্ধির দৌড়ে এগিয়ে ছিল তৌফিকা ফুড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, গোল্ডেন সন, ঢাকা ডায়িং, রেকিট বেনকিজার, বেক্সিমকো, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ফ্যামিলি টেক্স, প্রাইম ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স, ডাচ্-বাংলা ব্যাংকসহ অল্প দরের আরও কিছু শেয়ার। উল্লেখযোগ্য দর কম ছিল প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন ইন্স্যুরেন্স, বিডি ল্যাম্পস, জিএসপি ফাইন্যান্স, অলটেক্স, ইউনিয়ন ক্যাপিটাল ও ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ার।

 

এমকে


মন্তব্য
জেলার খবর