পাট ও কৃষিপণ্যের রফতানি আয় ১০ বিলিয়ন ডলার ছাড়াবে

০৬ মার্চ ২০২২

দেশের ও আন্তর্জাতিক বাজারে পাট ও পাটপণ্যের চাহিদা ক্রমশ বাড়ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বলেছেন, পাটের সম্ভাবনার সঙ্গে শাকসবজি ও ফলমূল রফতানির সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারলে বছরে পাট ও কৃষিপণ্যের রফতানি আয় ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে শিগগিরই। রোববার (৬ মার্চ) জাতীয় পাট দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমন আশাবাদ ব্যক্ত করেন কৃষিমন্ত্রী।

রাজধানী ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট সচিব আব্দুর রউফ। অনুষ্ঠান থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ১১ জনকে জাতীয় পাট পুরস্কার দেওয়া হয়।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি ও জোট সরকারের আমলে দেশের পাটশিল্প ধ্বংস করা হয়। কিন্তু  শেখ হাসিনার সরকার গত ১২ বছরে নানামুখী উদ্যোগ নেওয়ায় পাটের সুদিন প্রায় ফিরিয়ে এসেছে। ২০০৫-০৬ সালে পাটের উৎপাদন ছিল ১০ লাখ মেট্টিক টন, এখন প্রায় ১৭ লাখ মেট্টিক টন।  তিনি জানান, ভারতের জাতের চেয়ে অনেক ভালো পাট জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। কৃষকদের মাঝে এর চাষ জনপ্রিয় করতে কাজ চলছে।  আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে,এরপর ভারত থেকে পাটবীজ আর আমদানি করতে হবে না বলেও আশা প্রকাশ করেন কৃষিমন্ত্রী।

এমকে

 


মন্তব্য