রাজশাহী নগরের মহাসড়কে নান্দনিক সড়কবাতি

১২ ফেব্রুয়ারী ২০২১

রাজশাহী সংবাদদাতা

বিশ্বের উন্নত শহরগুলোর সঙ্গে তাল মিলিয়ে রাজশাহী নগরের মহাসড়কের ৪ দশমিক ২ কিলোমিটার অংশে আধুনিক ও দৃষ্টি নন্দন সড়ক বাতি সংযোজন করা হয়েছে। এতে রাত্রিকালীন গাড়ী চলাচলে গতির সঞ্চার হবে, নিরাপত্তার পাশাপাশি বাড়বে রাতের নগরীর সৌন্দর্য্যও। বৃহস্পতিবার সন্ধ্যায় বিলসিমলা রেল ক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত অংশে এই নান্দনিক আলোকায়নের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

 

নগরের বহরমপুর মোড়ে সড়কবাতির উদ্বোধন অনুষ্ঠানে মেয়র লিটন বলেন, এইসব সুদৃশ্য পোল ও লাইট বাইরের দেশ থেকে আনা হয়েছে। এর মাধ্যমে রাজশাহীতে নতুন একটি মাত্রা পেলো। কারণ এই রকম সুদৃশ্য পোল ও বাতি বাংলাদেশের আর কোনও শহরে দেখিনি। আলুপট্টি থেকে তালাইমারি পর্যন্ত প্রশস্তকরণের কাজ চলা সড়কেও দৃষ্টিনন্দন সড়কবাতি লাগানো হবে। এই ভাবেই রাজশাহীকে অন্যতম দৃষ্টিনন্দন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা হবে।

 

উদ্বোধনকালে রাসিক মেয়রকন্যা ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাসিকের পানি ও বিদ্যুৎ স্থায়ী কমিটি সভাপতি ও কাউন্সিলর তরিকুল আলম পল্টু, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক ও বিদ্যুৎ) রেয়াজাত হোসেন, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সুইট, উপ-সহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম সুমন, উপ-সহকারী প্রকৌশলী তানভীর হাসান সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এইদিকে দেখা গেছে, নগরীর পশ্চিমের প্রবেশ পথ কাশিয়াডাঙ্গা মোড় হতে বিলসিমলা রেল ক্রসিং পর্যন্ত সড়কটিতে ১৭৪টি দৃষ্টিনন্দন বৈদ্যুতিক পোল বসানো হয়েছে। প্রতিটি পোলে রয়েছে দুইটি করে এলইডি বাল্ব। ১৭৪টি বৈদ্যুতিক পোলে আছে ৩৪৮টি প্রজাপতির মতো ডান মেলা সাদৃশ্য এলইডি বাল্ব। বিদ্যুৎ সাশ্রয়ী এই বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অন-অফ হবে। আলোকায়ন কাজটি সম্পন্ন করতে ব্যয় হচ্ছে ৫ কোটি ২২ লাখ টাকা।

 

ওআইআর/এমকে

 


মন্তব্য
জেলার খবর