রাজশাহীতে পুলিশের আঞ্চলিক কাবাডি প্রতিযোগিতা

১২ ফেব্রুয়ারী ২০২১

রাজশাহী সংবাদদাতা
রাজশাহীতে জেলা পুলিশের আয়োজনে ‘বাংলাদেশ পুলিশ কাবাডি রাজশাহী আঞ্চলিক পর্ব- ২০২১’র প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়েছে। শুক্রবার বিকালে রাজশাহী পুলিশ লাইন মাঠে এই প্রতিযোগিতায় আরএমপিকে হারিয়ে এপিবিএন বগুড়া টিম জয়ী হয়।

প্রতিযোগিতা ও বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন। উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, আরএমপির পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা। প্রধান অতিথি হিসেবে ডিআইজি মোঃ আব্দুল বাতেন চ্যাম্পিয়ন ও রানার আপ টিমের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ওআইআর/এমকে


মন্তব্য
জেলার খবর