সোনায় মোড়ানো প্রাসাদ

১৩ ফেব্রুয়ারী ২০২১

আস্ত সোনার প্রাসাদই বানিয়ে ফেলেছেন ব্রুনাইয়ের বর্তমান সুলতান হাসানল বলকিয়াহ। ওই প্রাসাদের নাম ইস্তানা নুরুল ইমান। তবে বলকিয়াহ রাজ পরিবারে আরো একটি প্রাসাদ রয়েছে। তার নাম হাউজ অব বালকিয়াহ। 

দেশটির ২৯তম সুলতান এবং প্রধানমন্ত্রী বিশ্বের সেরা ধনীদের মধ্যে অন্যতম। ২০০৮ সালে ফোর্বস ম্যাগাজিন অনুসারে তার সম্পত্তির পরিমাণ দুই হাজার কোটি ডলার। ২০১৭ সালের ৫ অক্টোবর শাসনকালের ৫০ বছর পূর্তি উৎসব পালন করেন তিনি।

সুলতানের সম্পত্তির মূল উৎস ব্রুনাইয়ের বিপুল তেল এবং প্রাকৃতিক গ্যাস। সুলতানের সোনার প্রাসাদ রয়েছে ব্রুনাই নদীর তীরে। ব্যক্তিগত বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ এটিই। এর নামের অর্থ বিশ্বাসের আলোর প্রাসাদ। এই প্রাসাদটি ২০ লাখ বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত। তবে প্রাসাদটি আগাগোড়া সোনায় মোড়া নয়। প্রাসাদের চূড়া ২২ ক্যারাট সোনা দিয়ে তৈরি।

অত্যন্ত বিলাসবহুল এই প্রাসাদে  অন্তত এক হাজার ৭০০টি ঘর রয়েছে। ২৫৭টি শৌচালয় এবং পাঁচটি সুইমিংপুল রয়েছে। সুলতান সাত হাজার গাড়ির মালিক। এই সাত হাজার গাড়িই রাখা থাকে এই প্রাসাদের গ্যারেজে।  পোলো খেলা সুলতানের নেশা। তাই ২২০টি পোলো ঘোড়ার জন্য একাধিক শীতাতপ নিয়ন্ত্রিত আস্তাবলও রয়েছে প্রাসাদে। এমনকি সোনার পাত লাগানো ব্যক্তিগত বিমানও রয়েছে সুলতানের। সেই বিমানেরও ঠাঁই এই প্রাসাদেই। 


মন্তব্য
জেলার খবর