১১৯ বছর পর দেখা মিলল মান্দারিন হাঁসের

১৩ ফেব্রুয়ারী ২০২১

১১৯ বছর পরে মান্দারিন হাঁসের দেখা মিলল ভারতের আসামে। এ হাঁসের সংখ্যা মাত্র ২০০টি।

কিছুদিন আগে ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব ইন্ডিয়ার সদস্যরা বিরল প্রজাতির সাদা ডানার উড ডাকের বসতির সন্ধানে উজানি আসাম থেকে অরুণাচল পর্যন্ত সমীক্ষায় নেমেছিলেন। হঠাৎ ক্যামেরায় ধরা পড়ে মাগুরি বিলে ভাসছে একটি মান্দারিন হাঁস। একটি স্পট বিলড হাঁসের সঙ্গে তাকে দেখা যায়।

সমীক্ষা দলের নেতৃত্বে থাকা আফতাব আহমেদ জানান, ১৯০২ সালে শেষে এই হাঁসের দেখা মিলেছিল রাজ্যে। মান্দারিন হাঁস ভারতে আসে না। কখনো ভুল করে আকাশে দলছুট হয়ে কেউ কেউ অন্য হাঁসের দলের সঙ্গে ভিড়ে ভারতে ঢুকে পড়ে।


মন্তব্য
জেলার খবর