মন্তব্য
মিয়ানমারে সামরিক সরকার দেশটির কারাগারগুলোতে থাকা ২৩ হাজারের বেশি বন্দীকে মুক্তি দিয়েছে। শুক্রবার এক সাধারণ ক্ষমার আওতায় তাদের মুক্তি দেয়া হয়।
মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব কাউন্সিল ঘোষণা করে, ৭১তম ইউনিয়ন ডে উপলক্ষ্যে দেশটির ২৩ হাজার ৩১৪ জন এবং ৫৫ জন বিদেশি নাগরিকের সাজা মওকুফের আদেশ দেয়া হয়।
জেনারেল মিন অং হ্লাইংয়ের সভাপতিত্বে কাউন্সিলের বৈঠকে চলতি বছরের ৩১ জানুয়ারির আগে যেকোনো অপরাধে সাজাপ্রাপ্ত এই বন্দিদের ক্ষমার অনুমোদন দেয়া হয়।
আনাদোলু এজেন্সি