মন্তব্য
করোনাযুদ্ধে বিজয়ী ইউরোপের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ও ফরাসি নান সিস্টার অ্যান্ড্রে বৃহস্পতিবার ১১৭ বছরে পা রাখলেন।
গত মাসে তিনি করোনা থেকে সেরে ওঠেন। এছাড়া দু’দুটি বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ করার অভিজ্ঞতাও রয়েছে তার ঝুলিতে।
জেরোনটলজি রিসার্চ গ্রুপের র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বয়স্ক ব্যক্তিও তিনি।
তরুণদের উদ্দেশ্যে তাকে কিছু বলতে বলা হলে তিনি বলেন ‘সাহসী হও, সমব্যথী হও’।