মন্তব্য
সৌদি আরবের আলোচিত নারী অধিকার কর্মী লুজাইন আল-হাথলুলুর মুক্তির মাত্র একদিন পরেই সংবাদ সম্মেলনে এসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে রীতিমতো তুলোধুনো করলেন তার দুই বোন লিনা এবং আলিয়া।
তাদের অভিযোগ, ‘সৌদি আরবে নারীর ক্ষমতায়নের বিষয়টি পুরোপুরি মিথ্যা। সেখানে সত্যিকারে কোনো সংস্কার হয়নি। মানুষ এখন আগের চেয়েও বেশি চাপে রয়েছেন… সবখানেই যুবরাজ সালমানভীতি বিরাজ করছে।’
বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে লিনা আল-হাথলুল তার বোনকে ‘মুক্ত’ না বলার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘লুজাইন মুক্ত নন। তিনি শর্তসাপেক্ষে ছাড়া পেয়েছেন।’ মুক্তির শর্ত হিসেবে লুজাইন আল-হাথলুল অন্তত পাঁচ বছর জন্য বিদেশে যেতে পারবেন না।
সিএনএন