মূল্য মুছে বেশি দামে তেল বিক্রি, ২দোকানির জরিমানা

০৬ মার্চ ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

বোতলজাত সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা সর্বোচ্চ খুচরা মূল্য মুছে বেশি দামে সেই বোতলজাত তেল বিক্রি করার দায়ে পাবনার চাটমোহরের দুই দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে জব্দ করা হয়েছে ৩৫ লিটার তেল। পাবনার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ম্যাজিস্ট্রেট রোববার (৬ মার্চ) জরিমানাসহ তেল জব্দ করেন। এ ছাড়া মেয়াদউত্তীর্ণ খাদ্যদ্রব্য মজুদ রাখার দায়ে আরেক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা গোনা প্রতিষ্ঠান হচ্ছে- উপজেলার রেলবাজার এলাকার মনি স্টোর, ভাই ভাই স্টোর এবং রবিউল স্টোর। প্রথম দুই দোকানের মালিককে দাম মূছে ফেলা কারণে আলাদাভাবে ১০ হাজার টাকা করে  জরিমানা করা হয়। আর মেয়াদউত্তীর্ণ খাদ্যদ্রব্য মজুদ রাখায় জরিমানা করা হয় শেষের দোকান মালিককে । জব্দকৃত ৩৫ লিটার তেল উপজেলার মোহাম্মদ আলী হিফযুল কুরআন মাদ্রাসার এতিম শিশুদের জন্য বিতরণ করা হয়।

এমকে

 


মন্তব্য
জেলার খবর