মন্তব্য
২৮ বছরের মার্কিন গায়ক নিক জোনাসকে তার স্ত্রী বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ‘ওল্ড ম্যান জোনাস’ অর্থাৎ ‘বুড়ো লোক’ বলে ডাকেন। এমনি এমনি না, এর পেছনে কারণও রয়েছে।
খোলসা করলেন অভিনেত্রী। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজও তিনি গল্ফ খেলেন, সিগার খান, আরও কত কী। যেন কোন যুগে জন্মেছেন তিনি!
একবিংশ শতাব্দীর সঙ্গে মানানসই দু'টি মাত্র অভ্যাস তার রয়েছে। কুরস লাইট খেতে পারেন এবং ফুটবল দেখেন মাঝে মাঝে। আর নইলে সবই সেই পুরনো আমলের বিষয়গুলোর প্রতি তার মুগ্ধতা।