মন্তব্য
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্টের মাশুল গুণতে হচ্ছে বক্সার অভিনেত্রী জিনা কারানোকে।
৯ ফেব্রুয়ারি তার ইনস্টাগ্রাম আইডিতে বর্তমান সময়ের রিপাবলিকানদের হলোকাস্ট যুগের ইহুদিদের সঙ্গে তুলনা করে চরম সমালোচনার মুখে পড়েন তিনি।
অবশেষে ডিজনি প্লাসের ‘দ্য ম্যান্ডোরোরিয়ান’র শিল্পী তালিকা থেকে বাদ পড়তে হচ্ছে তাকে।