মেগান মার্কেলের জয়

১৩ ফেব্রুয়ারী ২০২১

ব্যক্তিগত চিঠি ফাঁস করার দায়ে ব্রিটেনের ট্যাবলয়েড পত্রিকার বিরুদ্ধে আইনি লড়াইয়ে জিতেছেন রাজপরিবারের অন্যতম সদস্য মেগান মার্কেল। 

২০১৮ সালে বাবার কাছে লেখা চিঠি প্রকাশ পায় ব্রিটিশ ট্যাবলয়েডে। তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ করে ২০১৯ সালে অ্যাসোসিয়েটেড নিউজপেপারস লিমিটেডের (এএনএল) বিরুদ্ধে মামলা করেন মার্কেল।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দেওয়া রায়ে বিচারক বলেছেন, ২০১৮ সালে প্রিন্স হ্যারিকে বিয়ের পর মেগান তার বাবাকে যে চিঠি লিখেছিলেন। চিঠির একাংশ প্রকাশ করে সংবাদপত্রটি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছে।

এ রায়ে স্বাগত জানিয়ে ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল বলেন, ব্যক্তিগত চিঠি প্রকাশ করে পত্রিকার প্রকাশক তার খুব ক্ষতি করেছেন। মেগান বলেন, মানসম্পন্ন এবং বিশ্বাসযোগ্য সংবাদ উপস্থাপন করাই হচ্ছে গণমাধ্যমের কাজ। কিন্তু যা হয়ে পুরো উল্টো।


মন্তব্য
জেলার খবর