মন্তব্য
জনপ্রিয় টিকটক স্টার ড্যাজহারিয়া শেফার মাত্র ১৮ বছর বয়সে আত্মহত্যা করেছেন। শেফার টিকটকে 'ব্যাক্সিগার্লডি' নামে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। বহু ফলোয়ার তার। সেই সঙ্গে ইনস্টাগ্রামেও ছিলেন তিনি।
এছাড়া নিজের কসমেটিকস ব্র্যান্ড তৈরি করেছিলেন। প্রচুর বিক্রি ছিল। তাঁর ব্র্যান্ডের লিপ কেয়ারের সব প্রোডাক্ট খুবই জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু এত সাফল্যের পরেও অবসাদে ভুগতেন তিনি। সোমবার নিজের বাড়িতেই আত্মহত্যা করেন তিনি।
ড্যাজহারিয়া আত্মহত্যা করার আগে নিজের শেষ ভিডিও আপলোড করেন ইনস্টাগ্রাম স্টোরিতে। এবং লেখেন, "এটাই আমার শেষ ভিডিও"।