মিলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৩ ফেব্রুয়ারী ২০২১

এসিড ছোড়া মামলায় কণ্ঠশিল্পী মিলা ও তার সহযোগী কিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। মামলায় হাজিরা না দেয়ায় বৃহস্পতিবার এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 
 

রাতেই সেই গ্রেফতারি পরোয়ানা পৌঁছে যায় পল্লবী থানায়। গ্রেপ্তারের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই মিলাকে বিভিন্ন স্থানে খুঁজতে শুরু করে তারা। তবে মিলার বাসা ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও খুঁজে পাওয়া যায়নি মিলাকে। 


মন্তব্য
জেলার খবর