আল জাজিরার ‘বিভ্রান্তিমূলক অপপ্রচারের’ নেপথ্যে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সংসদ ভবন এলাকায় মন্ত্রীর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এই বিষয়ে কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, অতীতেও শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানো হয়েছিল, যা বাস্তবে মিথ্যা প্রমাণিত হয়। আল জাজিরার এই আজগুবি রিপোর্টও মিথ্যা বলে প্রতিপন্ন হবে। তিনি জানান, দেশে-বিদেশে একটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহল সরকার ও আওয়ামী লীগের ঐক্যে ফাটল ধরানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের মাটি ও মানুষের দল, এর শেকড় অনেক গভীরে প্রোথিত। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ ও শক্তিশালী। এই ঐক্যে ফাটল ধরানোর কোনও ষড়যন্ত্রই কাজে আসবে না।
ওবায়দুল কাদের দাবি করেন, দেশে-বিদেশে বিএনপি অপপ্রচার ও ষড়যন্ত্র করছে।কর্মীদের রোষানল থেকে বাঁচার জন্য বিএনপি নেতারা হাঁকডাক দিচ্ছে। কিন্তু তাদের আন্দোলনের ডাকে জনগণের পক্ষ থেকে কোনও সাড়া নেই। তিনি বলেন, সরকার শান্তিপূর্ণ কর্মসূচিতে স্বাগত জানাবে, সেটা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। কিন্তু রাজনৈতিক আন্দোলনে অতীতের মতো সহিংসতা যুক্ত হলে জনগণের জানমাল রক্ষায় তা কঠোরভাবে দমন করা হবে।
এমকে