স্কুল খুলে দেয়ার আহ্বান সিডিসির

১৪ ফেব্রুয়ারী ২০২১

যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন শুক্রবার নতুন নির্দেশনা জারি করেছে। সেখানে নিরাপদে এবং যত দ্রুত সম্ভব বিভিন্ন স্কুল পুনরায় খুলে দেয়ার আহ্বান জানানো হয়েছে। 

ভ্যাকসিন হাতে পাওয়ার পর পরই বিভিন্ন স্কুলের শিক্ষক এবং কর্মীদের যত দ্রুত সম্ভব ভ্যাকসিন প্রদানের পরামর্শ দেয়া হয়েছে। কারণ এটাই এখন সবচেয়ে বেশি জরুরি।

সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক রোচেল ওয়ালেনস্কি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সিডিসি বিভিন্ন স্কুলের জন্য একটি কৌশলগত নীতিমালা প্রকাশ করেছে। পর্যায়ক্রমে বিভিন্ন নির্দেশনা মেনে চলা হলে স্কুলগুলো আবারও খুলে দেয়া সম্ভব।


মন্তব্য
জেলার খবর