মন্তব্য
কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের কুখ্যাত কারাগার গুয়ান্তানামো বের ভবিষ্যৎ সম্পর্কে প্রাতিষ্ঠানিকভাবে যাচাই প্রক্রিয়া শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। কারাগারটি বন্ধে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগ আবার চালু করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে শুক্রবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন।
এ বিষয়ে অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে যুক্ত সহযোগীরা আশা করছেন, বাইডেন আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই এ সংক্রান্ত কোনো নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। গুয়ান্তানামো বেকে আমেরিকার বৈশ্বিক ইমেজের একটি কলঙ্কিত দাগ বলে উল্লেখ করে থাকেন মানবাধিকার কর্মীরা।
কারাগারটিতে এখন ৪০ জন বন্দী রয়েছেন। এদের মধ্যে অধিকাংশই দুই দশকের বেশি সময় ধরে বন্দী আছেন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগও আনা হয়নি।
রয়টার্স