মন্তব্য
পাকিস্তানের একটি চিড়িয়াখানায় গত মাসে দু’টি ১১ মাস বয়সী সাদা বাঘ শাবকের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের কারণে এদের মৃত্যু হয়েছে ধারণা করা হচ্ছে।
শাবকগুলো ৩০ জানুয়ারি লাহোর চিড়িয়াখানায় মারা যায়। কর্মকর্তারা ভেবেছিলেন এদের ফেলাইন প্যানলিউকোপেনিয়া রোগ হয়েছে এবং মারা যাওয়ার চার দিন আগে থেকে এই রোগের চিকিৎসা দেয়া শুরু হয়েছিল।
কিন্তু ময়নাতদন্তের পর দেখা যায় শাবকগুলোর ফুসফুস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এগুলো গুরুতর সংক্রমণে ভুগছিল। এর ফলে রোগ বিশেষজ্ঞরা উপসংহারে আসেন যে শাবক দু’টি করোনাভাইরাসের কারণেই মারা গেছে।