মন্তব্য
বিক্ষোভে উত্তাল মিয়ানমার। দেশটির জান্তা সরকারের বিধি-নিষেধ ও হুঁশিয়ারি উপেক্ষা করে টানা অষ্টম দিনের মতো বিক্ষোভে রাস্তায় নেমেছিল জনগণ। শনিবার বিক্ষোভে দেশটির হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন।
অপহরণ, গ্রেপ্তার, অত্যাচার করলেও মানুষ সেনা সরকারবিরোধী আন্দোল চালিয়ে যাচ্ছে। হাজার হাজার বিক্ষোভকারী দেশটির প্রধান শহর ইয়াঙ্গনে বিক্ষোভে নেমেছে।
বসে নেই দেশটির রাজধানী নেপিডোর জনগণও। রাস্তায় বিক্ষোভকারীরা আন্দোলনে নেমেছেন সেখানেও। এ ছাড়াও মানদালায়সহ দেশটির অন্যান্য শহরে বিক্ষোভ দেখা গেছে।
রয়টার্স